Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাসপোর্ট সংক্রান্ত তথ্য

 

বাংলাদেশি নাগরিকদের দেশের বাইরে ভ্রমণের জন্য সরকারের পাসপোর্ট প্রদান করে থাকে। বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনের প্রেক্ষিতে পাসপোর্ট প্রদান করে থাকে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট সংক্রান্ত বিষয়াদি তদারকি করে। সাধারণত পাসপোর্টের বৈধতার মেয়াদকাল ১০ বছর। তবে অনূর্দ্ধ ৫ বছর বয়সী নাগরিকদের জন্য এই মেয়াদকাল ৫ বছর। পাসপোর্ট ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যাদি বাংলাদেশ পাসপোর্ট আদেশ-১৯৭৩ এবং বাংলাদেশ পাসপোর্ট বিধিমালা-১৯৭৪ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।

 বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট প্রদান করা হয়- ক) আন্তর্জাতিক পাসপোর্ট - যে কোন দেশে ভ্রমণ করার জন্য; খ) বিশেষ পাসপোর্ট - শুধু ভারতে ভ্রমণ করার জন্য; এবং গ) কূটনৈতিক পাসপোর্ট। পাসপোর্টের জন্য আবেদন করতে হলে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে তার সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি ও নির্ধারিত ফি জমাদানের রশিদ সংযুক্ত করে জমা দিতে হবে। পাসপোর্ট ফরম যথাযথভাবে পূরণ করে যে কোন একজন উপযুক্ত ব্যক্তি কর্তৃক সত্যায়িত করতে হবে। পাসপোর্ট প্রদানের সময়সীমা প্রার্থীর প্রয়োজন অনুসারে নির্ধারিত হয়। প্রার্থী অতি জরুরী (৭২ ঘন্টার), জরুরী (১১-২১ দিনের মধ্যে), এবং সাধারণ (২১-৩০ দিনের মধ্যে) সময়সীমার জন্য অথবা তার প্রয়োজনের ভিত্তিতে পাসপোর্টের জন্য আবেদন করতে পারে।

(সূত্রঃ http://www.dip.gov.bd/ )


 পাসপোর্টের জন্য নির্ধারিত আবেদনপত্র বা ফরম যে কোন আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাংলাদেশের জেলা প্রশাসকের কার্যালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা কাউন্সিল কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যায়। এছাড়াও এই ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://www.mha.gov.bd/) ও বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট কিংবা বাংলাদেশ সরকারের ফরমের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়।

 ইতিমধ্যে সরকার International Civil Aviation Organization (ICAO) কর্তৃক নির্দেশিত গাইড লাইন অনুসরণ করে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা চালু করেছে। এ পদক্ষেপ জাতিকে ডিজিটাল বাংলাদেশ গড়ায় এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।