Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাল্য বিবাহের কুফল

 

  • যেসব মেয়েদের কম বয়সে বিয়ে হয় তাদের প্রায়শঃই তাড়াতাড়ি যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়া এবং বাচ্চা হওয়া সম্পর্কিত স্বাস্থের ঝুঁকি থাকে, এইচআইভি এবং ফিষ্টুলা সহ।           
  • ছোট মেয়েরা যাদের গণ্য করা হয় না, ক্ষমতা থাকে না বা পরিণত হয় না- প্রায়শঃই তারা পারিবারিক হিংসা, যৌন অত্যাচার এবং সামাজিকভাবে বিচ্ছিন্নতার শিকার হয়।      .
  • তাড়াতাড়ি বিয়ে মেয়েদের তাদের শিক্ষা এবং কার্য্যকরী কাজ থেকে বঞ্চিত করে, ফলে ক্রমাগত গরীব থাকে।
  • বাল্য বিবাহের এক ফল হিসেবে চক্রাকারে ক্রমাগত লিংগের অসমতা, অসুস্হতা এবং গরীবি চলতে থাকে।

মেয়েদের ছোট বয়সে বিয়ে দেওয়া, যখন তারা শারীরিকভাবে পরিণত হয় নি, সবচাইতে বেশী  মায়ের এবং শিশুর মৃত্যুর কারণ হয়।