Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তালাক রেজিষ্টার

 

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স অনুযায়ী

 

ডি,তালাকের নোটিশ ফরম

(স্ত্রী কর্তৃক স্বামীকে)

ক্রমিক নং-                                                                                                                      তারিখ.......................

বরাবর

মেয়র/চেয়ারম্যান

................................................সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ

............................................................................................................................................................................

বিষয়ঃ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইনের ৮নং অর্ডিন্যান্সের ৭ ধারার ১ উপধারা                                                                                                           .       মোতাবেকস্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ।

 

জনাব,

        যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি..............................................................................................................................

 

পিতা......................................................................................................................গ্রাম..............................................

 

পোঃ.............................................................উপজেলা...............................................জেলা............................................

 

হালসাং......................................................................................................................................................................

 

বিগত ইং........................................................জনাব.....................................................................................................

 

পিতা.......................................................................................................................গ্রাম.............................................

 

পোঃ............................................................  উপজেলা...............................................জেলা..........................................

 

হালসাং.....................................................................................................................................................................

 

এর সহিত রেজিষ্ট্রীকৃত কাবিন মুলে আমার বিবাহ হইয়াছিল। নিম্ন বর্নিত কারণ সমূহের হেতুতে স্বামী হিসাবে তাহার সহিত বসবাস করা আমার পক্ষে সম্পূর্ণ  রুপে অসম্ভব হওয়ায় আমি অপারগ হইয়া, স্বেচ্ছায় স্বজ্ঞানে,সুস্থ শরীরে,স্থির মস্তিকে এবং অন্যের বিনা প্ররোচনায় গভীরভাবে চিন্তা ও বিবেচনার পর অদ্য........................................তারিখে নিম্নলিখিত স্বাক্ষীগণের উপস্থিতিতেঃ-

 

১) শরিয়তের বিধান সমূহ মান্য না করা ২) স্বামীর নিষ্ঠুর ব্যবহার ৩) মতিষ্ক বিকৃতি ৪) সন্তানহীনতা ৫) যৌতুকের দাবি করা ৬) স্বামী কর্তৃক সৃষ্ট পারিবারিক ও মানসিক অশান্তি ৭) স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবা্হ করা ৮) স্বামী হিসাবে বসবাস করিতে তাহার অস্বীকৃতি জ্ঞাপন ৯) চরিত্রহীন ১০) পুরুষত্বহীন ১১) যৌন সম্পর্কের জন্য দৈহিক অনুপযুক্ত ১২) নিখোঁজ বা নিরুদ্দেশ হওয়া ১৩) নিয়মিত স্ত্রীর খোরপোশ না দেওয়া ১৪) স্ত্রীর খোজ খবর না লওয়া ১৫) স্ত্রীর উপর শারীরিক নির্যাতন ১৬) স্বামীর গৃহে অবস্থান করিতে না চাওয়া ১৭) অভিভাবকের অসম্মতি ১৮) জোর পূর্বক বিবাহ করা ১৯) মনের মিলন না হওয়া ২০) বৈবাহিক সর্ম্পক রক্ষা না করা ২১) চির রূগ্ন হওয়া ২২) অকথ্য ভাষায় গালিগালাজ করা ২৩) ৪ (চার) বছরের অধিক কারাবাস হওয়া ২৪) মদ্য পান বা নেশা করা ২৫) ঘৃন্য জীবন যাপন বা অনৈতিক কাজে বাধ্য করা ২৬) স্ত্রীর সম্পত্তির প্রতি লোভনীয় হওয়া ।

 

ইত্যাদি উপরোক্ত কারণে নিকহ্নামার ১৭ নং কলামের শর্তভঙ্গ করায় এবং স্বামী প্রদত্ত নিকা্নামার ১৮ নং কলামের তালাকে তাফুউইজের ক্ষমতাবলে নিজ নফসের উপর তালাকে তাফুজ গ্রহণ করিলাম।

 

                                                                              স্বাক্ষীদ্বয়

১। নাম..................................................................পিতা.......................................................গ্রাম..................................

 

    উপজেলা.............................................................জেলা......................................................হালসাং..............................

 

২। নাম...................................................................পিতা......................................................গ্রাম..................................

    উপজেলা.............................................................জেলা......................................................হালসাং..............................

 

আমাদের বর্তমান সন্তানাদি

 

পুত্র সন্তান                                                                                            কন্যা সন্তান

১।.................................................. বয়স..........................১।.............................................................বয়স..................

 

২।.................................................. বয়স..........................২।............................................................ বয়স..................

                           

                               ( আমি তালাকনামার বিষয়ব জ্ঞানমতে সত্য জানিয়া লিপিবদ্ধ করাইয়া সহি/টিপসহি সম্পাদন করিলাম)

 

১৯৬১ ইং সনের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যন্স, ১৯৬১ সালের ।

(৮নং অর্ডিন্যান্স) এর ৭ম ধারায় (১) উপধারায় অনুযায়ী আপনার ও স্বামীর                                               স্ত্রীর দস্তখত অথবা টিপসহি

জ্ঞাতার্থে এই নোটিশদ্বয় প্রদান করা হইল।

 

১।......................................

 

২।.......................................

 

বিঃ দ্রঃঅত্র তালাকের নোটিশ যিনি তালাক দিলেন তিনি ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স এর ৭ ধারা মতে মেয়র/চেয়ারম্যানকে ও যাহাকে তালাক দিলেন, তাহাকে রেজিষ্ট্রী ডাকযোগে পাঠাবেন, অন্যথায় অত্র তালাক কার্যকরী হইবে না।

 

 

                                                                                                                         নিকাহ রেজিষ্ট্রারের স্বাক্ষর ও সীল

 

 

 

 

বাংলাদেশ ফরম নং ০১৬০                                                                                  সত্যায়িত প্রতিলিপি

কনের জন্য বরের জন্য

নিকাহ্ নামা

 

১৯৭৪ সালের মুসলিম বিবাহও তালাক(রেজিষ্ট্রেশন) আইনের ৯ ধারা অনুযায়ী প্রতিলিপি

 

(১) ওয়ার্ড,শহর,ইউনিয়ন,তফশীল ,থানা, এবং জেলার নাম  যেখানে বিবাহ কার্য নিষ্পন্ন হইয়াছে.........................

........................................................................................................................................................................................................................................................................................

(২) নিজ নিজ বাসস্থানসহ বর ও তাহার পিতার নাম...........................................................................

............................................................................................................................................

(৩) বরেরবয়স........................................................................................................................

(৪) নিজ নিজ বাসস্থানসহ কনে ও তাহার পিতার নাম........................................................................

............................................................................................................................................

(৫) কন্যা কুমারী,বিধবা,অথবা তালাক প্রাপ্ত নারী কি না .....................................................................

(৬) কন্যার বয়স.......................................................................................................................

(৭) কন্যা কর্তৃক উকিল নিযুক্ত হইলে ঐ উকিলের পিতার নামও বাস স্থানের ঠিকানা........................................

............................................................................................................................................

(৮) বর কর্তৃক উকিল নিযুক্ত হইলে ঐ উকিলের পিতার নামও বাস স্থানের ঠিকানা...........................................

...........................................................................................................................................

(৯)বিবাহের স্বাক্ষীদের নাম,তাহাদের পিতার নাম ও বাস স্থানের ঠিকানাঃ.....................................................

(১).......................................................................................................................................

...........................................................................................................................................

(২)..................................................................................................................................................................................................................................................................................

(১০) যে তারিখে বিবাহের কথাবার্তা ঠিক হইয়াছিল সেই তারিখঃ..............................................................

..........................................................................................................................................

(১১) দেন মোহরের পরিমাণ .......................................................................................................

(১২) বিবাহের সময় দেন মোহরের কোন অংশ পরিশোধ করা হইয়াছে কিনা ও যদি হইয়া থাকে তবে উহার পরিমাণ কত ? ..................................................................................................................................

(১৩) বিশেষ বিবরণ ও পক্ষগণের মধ্যে চুক্তি সুত্রে নির্নীত মূল্যসহ কোন সম্পত্তি সম্মুখ দেন মোহর বা উহার অংশ বিশেষের পরিবর্তে প্রদত্ত হইয়াছেকিনা..............................................................................................

.........................................................................................................................................

 

 

 

 

 

 

 

(১৪) বিশেষ শর্তা©র্দ থাকিলে তাহা.................................................................................................

...........................................................................................................................................

..........................................................................................................................................

(১৫) স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করিয়াছে কিনা ও করিয়া থাকিলে কিকি শর্তে ..........................

..........................................................................................................................................

(১৬) স্বামীর তালাক প্রদানের অধিকার কোন প্রকার খর্ব হইয়াছে কিনা ?....................................................

.........................................................................................................................................

(১৭) বিবাহের সময়  দেনমোহর,খোরপোষ ইত্যাদি সম্পর্কে কোন দলিল করা হইয়াছে কিনা  ? যদি হইয়া থাকে তবে ইহার সংক্ষিপ্ত বিবরণ।.................................................................................................................

........................................................................................................................................................................................................................................................................................

(১৮) বরের কোন স্ত্রী বর্তমান আছে কিনা এবং থাকিলে অদ্য বিবাহে আবদ্ধ হইবার জন্য বর ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স মোতাবেক সালিসী কাউন্সিলের অনুমতি লইয়াছে কিনা ?........................................

............................................................................................................................................

(১৯) অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য সালিসী কাউন্সিলের নিকট হইতে বরের নিকট প্রেরিত অনুমতি পত্রের নম্বর ও তারিখঃ...................................................................................................................................

............................................................................................................................................

(২০) যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তাহার নাম ও তাহার পিতার নাম .............................................

...........................................................................................................................................

(২১) বিবাহ রেজিষ্ট্রি করার তারিখ...................................................................................................

(২২) পরিশোধিত রেজিষ্ট্রি ফি........................................................................................................

 

 

.................................                                                            ....................................

বর বা তাহার উকিলের স্বক্ষর                                                           বরের উকিল নিয়োগের স্বাক্ষর

 

.........................

কন্যার উকিলে স্বাক্ষর                       কন্যার উকিল নিয়োগের স্বাক্ষর                       কন্যার স্বাক্ষর                          

 

বিবাহের স্বাক্ষীদের স্বাক্ষর

১।

২।                                          

 

                                               নিকাহ রেজিষ্টারের স্বাক্ষর ও সীল

 

 

                                                                                                        

                                                                                 

                                                                                  যে ব্যাক্তির দ্বারা বিবাহ পড়ান তাহার স্বাক্ষর

বরের আইডি কার্ড নং

কন্যার আইডি কার্ড নং